খুলনা জেলা পুলিশ অপরাধ প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ এবং নাগরিকের জন্য যো কোন প্রকার হুমকি প্রতিরোধে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। যদিও খুলনা জেলা পুলিশ স্বীকৃতি লাভের আশায় কোন কাজ করে না বরং নাগরিকের প্রতি আমাদের দায়িত্ব, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের সকল কর্মকান্ড পরিচালিত হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করার ফলে সরকারী ও বে-সরকারী বিভিন্ন সংস্থা থেকে খুলনা জেলা পুলিশের স্বীকৃতি মিলেছে। ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনা জেলা পুলিশ সারা খুলনা বিভাগের মধ্যে একাধিকবার প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছে, এছাড়া বিভিন্ন সংস্থা থেকে খুলনা জেলা পুলিশের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে আর্টিকেল প্রকাশিত হয়েছে। আমরা নিরবিচ্ছিন্নভাবে সাইবার অপরাধ দমন করে চলেছি বিশেষ করে হারানো মোবাইল উদ্ধার ও বিকাশ প্রতারণার অর্থ উদ্ধার করে খুলনা জেলা পুলিশ সারা জেলার মানুষের কাছে আস্থা কুড়িয়েছে এবং নাগরিকমহলে খুলনা জেলা পুলিশ সম্পর্কে ইতিবাচক আলোচনা চলছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS